ছবি: আগামী নিউজ
কক্সবাজার: জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জেলেরা ৬ জলদস্যু আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই সময় দেশীয় একটি এলজি ও রাম দা উদ্ধার করেছে স্থানীয়রা।
মহেশখালী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ এপ্রিল) বেলা ৩টার দিকে কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল এসআই মোঃ আল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ মহেশখালী থানাধীন কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে বোট ডাকাতির প্রস্তুতিকালে, নুরুল কবির (৩০), পিতা-মোঃ হোছন,শওকত (২০), পিতা-মৃত আব্দুল খালেক,রবিউল হাসান (১৯), পিতা-সাহাবমিয়া সর্ব সাং–মিঠাছড়ি, শাপলাপুর ও মোস্তফা কামাল প্রকাশ মিসু (২২), পিতা-মাওলানা মোস্তাফিজুর রহমান,সাং-আদারঘোনা, কালারমারছড়া,রফিকুল হাসান (১৮), পিতা-ওসমান গনি সাং-আদারঘোনা, কালারমারছড়া, জিয়াবুল (২৪), পিতা-আসদ আলী, সাং-ধলঘাটাদের একটি একনলা দেশীয় বন্দুক রামদাসহ স্থানীয় জনগণের সহায়তায় আটক করে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই।
আগামীনিউজ/নাহিদ