বগুড়া : বগুড়ার শাজাহানপুরে সিয়াম হোসেন(৮) নামে এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মালতী(৫২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটি উদ্ধার করেছেন।
উক্ত হত্যাকারী মালতীবেগম উপজেলার আমরুল ইউনিয়নের পলিপালাশ মধ্যে পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী এবং সম্পর্কে নিহত সিয়ামের নানি (নানার বোন)।
শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, গত মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালী গ্রামের ধানক্ষেত থেকে সিয়াম নামে শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেন। সিয়াম নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলগাড়ী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
মরদেহ উদ্ধারের দুই ঘন্টার মধ্যেই বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি আবদুল্লাহ আল মামুন,এস আই শামীম হাসান,এস আই শহিদুল ,এস আই সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ হত্যার রহস্য উদ্ঘাটন করেন এবং নন্দীগ্ৰাম থানাধীন তেতলাগাড়ী গ্ৰামস্হ জনৈক আব্দুল মোমিনের বাড়ি থেকে হত্যাকারী নানী মালতী বেগমকে গ্রেফতার করে ।
গ্রেপ্তারের পর মালতী বেগমকে সাময়িক জিজ্ঞাসাবাদকালে সে জানায়, শিশু সিয়ামের মামা আব্দুল মমিনের জমজ সন্তানকে দত্তক চেয়েছিলেন মালতী বেগম। কিন্তু সিয়ামের মা সাবিনা বেওয়ার কথামত মামা আব্দুল মমিন দত্তক দিতে অস্বীকার করেন। এ নিয়ে সিয়ামের মায়ের সঙ্গে মালতী বেগমের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাবিনার শিশুপুত্র সিয়ামকে হত্যা করার পরিকল্পনা করে মালতী বেগম। পরিকল্পনার একপর্যায়ে মঙ্গলবার সকালে মালতী বেগম বেড়াতে এসে চকলেট ও চানাচুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে শিশু সিয়ামকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় মালতী বেগম।
আগামীনিউজ/নাহিদ