Dr. Neem on Daraz
Victory Day

ধামইরহাটে ভ্রাম্যমান দুধ ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন


আগামী নিউজ | মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৬:৪০ পিএম
ধামইরহাটে ভ্রাম্যমান দুধ ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন

ছবিঃ সংগৃহীত

নওগাঁঃ জেলার ধামইরহাটে কোভিড-১৯ পরিস্থিতিতে জন সাধারণের প্রানিজ পুষ্টি নিশ্চিতকরণের জন্য ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) ধামইরহাটের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে ১২ এপ্রিল এর উদ্বোধন করা হয়।

এতে প্রতিকেজি দুধ ৫০ টাকা, ও ১ হালি মুরগির ডিম ২৮ টাকা বিক্রয়ের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। এখন থেকে ভ্রাম্যমাণ গাড়ীতে উপজেলার বিভিন্ন স্থানে ওই সব পণ্য সরবরাহের মাধ্যমে বিক্রয় করা হবে।

এ সময় উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. এমরান আলী, এলইও ডা. রিপন রেজা, ভিএফএ মামুনুর রশিদ বিদ্যুৎ, ধামইরহাট ডেইরী ফার্ম সমিতির সহ-সভাপতি খামারী আবু সাইদ, সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। 

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে