Dr. Neem on Daraz
Victory Day

কিশোরগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৩২


আগামী নিউজ | শাহ মোঃ সারওয়ার জাহান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৩:০০ পিএম
কিশোরগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৩২

সংগৃহীত

কিশোরগঞ্জ:  জেলায় ৩১১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ১৭১ জনের শরীরে করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে। 

রবিবার নতুন করে করোনা সংক্রমণ সনাক্তের এ তালিকায় জেলার সদর উপজেলায় ১৮ জন, হোসেনপুর উপজেলায় ০১ জন, করিমগঞ্জ উপজেলায় ০১ জন, পাকুন্দিয়া উপজেলায় ০১, কটিয়াদী উপজেলায় ০৫ জন, ভৈরব উপজেলায় ০৬ জন। আর ২৪ ঘন্টায় এ জেলায় ২০ জন করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী কিশোরগঞ্জ জেলার উপজেলা ভিত্তিক এই সংখ্যা দাঁড়িয়েছে, সদর উপজেলার ১৫৫৪ জন, হোসেনপুর উপজেলার ১০৭ জন, করিমগঞ্জ উপজেলায় ১৭০ জন, তাড়াইল উপজেলায় ১৩৩ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ২১৫ জন, কটিয়াদী উপজেলায় ২৮৮ জন, কুলিয়ারচর উপজেলায় ১৭৮ জন, ভৈরব উপজেলায় ১০০৩ জন, নিকলী উপজেলায় ৫৭ জন, বাজিতপুর উপজেলায় ৩৪১ জন, ইটনা উপজেলায় ৩৪ জন, মিঠামইন উপজেলায় ৫৫ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩৬ জন। 

আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৭২৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়ে এ জেলায় এক শিশুসহ ৭১ জনের মৃত্যু হয়েছে।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে