চাঁপাইনবাবগঞ্জঃ দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মুরগী ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশন এবং বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশনের বাস্তবায়নে ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান, ভেটেরিনারী সার্জন ডা. আকতারুজ্জামান, ভেটেরিনারী এক্সটেনশন অফিসার ডা. শামিমা নাসরিন প্রমুখ।
জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ জানান, জেলা শহরসহ ৫ উপজেলায় ১৪টি ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে এই বিক্রয় কার্যক্রমের আওতায় গরুর মাংস প্রতিকেজি ৫’শ টাকা, দুধ ৫৫ টাকা, সোনালী মুরগি ২১০ টাকা এবং ব্রয়লার মুরগি ১১০টাকা কেজি দরে বিক্রি করা হবে। তিনি আরো জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
আগামীনিউজ/এএস