Dr. Neem on Daraz
Victory Day

ত্রিশালে খাদ্যের গোডাউনে অগ্নিকান্ড: ১৭ লক্ষ টাকার ক্ষতি


আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ০২:০১ পিএম
ত্রিশালে খাদ্যের গোডাউনে অগ্নিকান্ড: ১৭ লক্ষ টাকার  ক্ষতি

ছবিঃ আগামী নিউজ

ময়মনসিংহঃ জেলার ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে গেছে খাদ্য ও মুড়ির গোডাউন।
 
গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে  ত্রিশাল পৌর শহরে ইসলামিক সেন্টার রোড সংলগ্ন ব্যাবসায়ী মেসার্স শেখ ফয়েজ এন্টারপ্রাইজের মালিক মোশাররফ হোসেন মিলনের খাদ্য ও মুড়ির গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
গতকাল  (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টা  সময় ফায়ার সার্ভিস অগ্নিকান্ডের খবর পেয়ে ২ টি ইউনিট একসাথে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
 
ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসাইন মিলন জানান, আমি ব্যবসা বন্ধ করে রাত্রে বাড়িতে চলে যাই। এক ব্যক্তি ফোন করে জানান আপনার গোডাউনে আগুন লেগেছে। তাড়াতাড়ি ঘটনাস্থলে এসে দেখি গোডাউনে অগ্নিকাণ্ডের সব মাল নষ্ট হয়ে গেছে। যা ক্ষতির পরিমাণ ১৭ লক্ষ টাকা।
 
কাউন্সিলর  মেহেদী হাসান নাসিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী মোশারফ হোসোইন মিলনের ব্যাপক ক্ষতি হয়েছে।
 
ত্রিশাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফার সরকার  জানান,গতরাত অগ্নিকাণ্ডের ঘটনা সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে দেখি গোডাউনে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। ত্রিশাল ইসলামী ব্যাংকের ম্যানেজার শাহরিয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।
 
ময়মনসিংহ রুপালি ইন্সুরেন্স কোম্পানির জি এম সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
আগামীনিউজ/নাহিদ
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে