Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ৪


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৫:৫৮ পিএম
বগুড়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ৪

ছবি: আগামী নিউজ

বগুড়া: বগুড়া শহরে ৫ লিটার চোলাই মদসহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শনিবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের ষ্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাবতলী উপজেলার বাইগুনী গ্রামের ভেলু সরকারের ছেলে মোস্তাফিজার রহমান (৩৫), বগুড়া সদরের মগলিশপুরের এনামুল হকের ছেলে মো. নাঈম (২৮), রবিবাড়িয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আব্দুল কাফি (৩৯) ও গাবতলী উপজেলার ডিহিডঙ্গর গ্রামের মৃত বিমল চন্দ্র সরকারের ছেলে প্রশান্ত কুমার সরকার (৩০)।

র‌্যাব-১২ বগুড়ার ক্রাইম প্রিভেশন স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, অভিযানকালে তাদের নিকট থেকে ৫লিটার দেশীয় চোলাই মদ, ৪টি মোবাইল, ৮টি সীমকার্ড ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া সদর থানায় সোর্পদ করা হয়েছে। 

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে