Dr. Neem on Daraz
Victory Day

ফেসবুকে নারী চিকিৎসককে উত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৫:১৭ পিএম
ফেসবুকে নারী চিকিৎসককে উত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার শেরপুরে ফেসবুকে এক নারী চিকিৎসককে উত্যক্ত করায় রাশেদ আহম্মেদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে তাকে শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদ ওই গ্রামের আবু হানিফের ছেলে।

তার বিরুদ্ধে শেরপুর থানায় শহরের হাসপাতাল রোডস্থ একটি ক্লিনিকের মালিক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা গেছে, গত ৭ই মার্চ থেকে ওই যুবককে নারী চিকিৎসকের ব্যক্তিগত ফেসবুক আইডি মেসেজ পাঠাতে শুরু করে। এর কিছুদিন পর থেকেই ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি পাঠাতে শুরু করে। যার কারণে ওই নারী চিকিৎসক বাদী হয়ে শুক্রবার রাতে শেরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেয়া হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে