Dr. Neem on Daraz
Victory Day

ফুটপাতে দোকান দিয়ে রংপুরে লকডাউনের প্রতিবাদ


আগামী নিউজ | শরিফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি  প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ০৩:৫২ পিএম
ফুটপাতে দোকান দিয়ে রংপুরে লকডাউনের প্রতিবাদ

ছবি: আগামী নিউজ

রংপুর: ফুটপাতে পসরা  সাজিয়ে লকডাউনের প্রতিবাদ জানিয়েছেন মার্কেট ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ এপ্রিল)  দুপুরে নগরীর জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে ফুটপাতে মোবাইল ও মোবাইল সরঞ্জামাদির দোকান দেন তারা।

ব্যবসায়ীরা মার্কেট বন্ধ রাখলেও রাস্তার পাশে ফুটপাতে টেবিলে পসরা সাজিয়ে দোকান নিয়ে বসে লকডাউনের প্রতিবাদ জানান।

ব্যবসায়ীদের দাবি, লকডাউনে শপিংমল মার্কেট বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাধ্য হয়ে টেবিল চেয়ার নিয়ে ফুটপাতে বসেছেন। তারা মোবাইল ফোনসহ তাদের পন্য পসরা সাজিয়ে বসে বিক্রি করছেন।  

এই লকডাউনে মার্কেট,  শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। অথচ লকডাউনে সেসব নির্দেশনা কেউ মানছেনা। রাস্তায় বের হলে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া ও মানুষের ভিড়। দোকান পাট বন্ধ থাকায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এভাবে চলতে থাকলে তারা পথে বসবেন।

তাই লকডাউনের প্রতিবাদস্বরুপ তারা মার্কেটের সামনে ফুটপাতে দোকান দিয়েছেন। 

এ বিষয়ে সুপার মার্কেটের কয়েকজন ব্যবসায়ী বলেন, যদি লকডাউন মানতে হয় তাহলে সবখানেই কড়াকড়ি আরোপ করা হোক। কোথাও তেমন কিছুই নাই অথচ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমরা প্রতিবাদ স্বরুপ ফুটপাতে নেমেছি। 

এ দিকে এই প্রতিবাদ চলাকালীন সময়েই সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে মার্কেট খুলে দেওয়া হচ্ছে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে