Dr. Neem on Daraz
Victory Day

রূপগঞ্জের ভুলতা পুরানবাজারে আগুনে ক্ষয়ক্ষতি


আগামী নিউজ | নজরুল ইসলাম, রূপগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৫:৪৪ পিএম
রূপগঞ্জের ভুলতা পুরানবাজারে আগুনে ক্ষয়ক্ষতি

ছবি: আগামী নিউজ

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার পুরানবাজারে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। 

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুনে দুটি জুতার দোকান, একটি লেপতোশক ও একটি কসমেটিকসের দোকন পুড়ে ছাই হয়।  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান বাজারের দোকান মালিকরা। 

পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী দোকান মালিকরা জানান, এ অগ্নিকাণ্ডে তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা। এতে তারা বড় বিপদের মুখে পড়েছেন।

অপরদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী, সারা দেশে সাত দিনের লকডাউন চলছে, যার কারণে বন্ধ রয়েছে তাদের ব্যবসা। এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়া ক্ষতির কারণে দোকানের মালিকরা পড়েছেন বিপাকে।


আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে