Dr. Neem on Daraz
Victory Day

বিজয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আগামী নিউজ | মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৪:৪৯ পিএম
বিজয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিজয়নগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাজিদুল ইসলাম নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাজিদুল ইসলাম মনিপুর চেয়ারম্যান বাড়ি এলাকার এমদাদ বারীর ছেলে। সে জেলা শহরের পশ্চিম মেড্ডা মাহফুজুল উলুম হাফেজিয়া মাদরাসা হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাজিদুল ইসলাম বুধবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সাথ গোসল করতে যায়। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির করেও পাওয়া যায়নি। তারপর পানির তলানী থেকে মাজিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারনে সাফোকেশন হয়ে শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে