Dr. Neem on Daraz
Victory Day

লঞ্চ দুর্ঘটনা: তিনটি তদন্ত কমিটি গঠন, ৮ এপ্রিল গণশুনানী


আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ০৪:১৯ পিএম
লঞ্চ দুর্ঘটনা: তিনটি তদন্ত কমিটি গঠন, ৮ এপ্রিল গণশুনানী

ছবিঃ আগামী নিউজ

নারায়ণগঞ্জঃ শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় ৩৫ জনের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। লঞ্চ দুর্ঘটনার কারণ জানতে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির দায়িত্ব প্রাপ্তরা তদন্ত কাজ শুরু করেছেন।

আগামী ৮ এপ্রিল ঘটনাস্থলে গণশুনানী করবেন তদন্ত কমিটি। লঞ্চ ডুবির ঘটনায় নিহত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের সদস্যের মরদেহ মঙ্গলবার উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে কয়লা ঘাট এলাকায় একটি জাহাজের ধাক্কায় তাবিত আল হাসান নামে লঞ্চটি ডুবে যায়। ওই লঞ্চে অর্ধ শতাধিক যাত্রী ছিল। লঞ্চ ডুবির পর থেকে নৌ-পুলিশ, নৌবাহিনী, কোষ্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার কাজ শুরু করে। এ পর্যন্ত ৩৫ জনের লাশ উদ্ধার করেছে জানান নৌ থানা নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

এদিকে লঞ্চ দুর্ঘটনার কারণ জানতে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির দায়িত্ব প্রাপ্তরা তদন্ত কাজ শুরু করেছেন।

মঙ্গলবার দুপুর পর্যন্ত উদ্ধারকৃত ৫ জনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারীক। এর মধ্যে একজন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) সদস্য ইউসুফ গাজীর মরদেহ ছিল। তিনি ঢকায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন ছুটিতে মুন্সগঞ্জের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা যায়।

লঞ্চডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি জানান, গতকাল সোমবার থেকেই তদন্ত কমিটি কাজ শুরু করেছেন। পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার চেষ্টা করবেন। এ ছাড়া বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় যুগ্ম সচিব আব্দুস সাত্তার শেখকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি মঙ্গলবার দুপুর থেকে কাজ মুরু করেছে।

আগামী ৮ এপ্রিল ঘটনাস্থলে গণশুনানী করবেন বলে জানান কমিটির প্রধান। এ দুর্ঘটনার জন্য অনেকে ছোট ছোট লঞ্চ চলাচলই দায়ী বলে মনে করেন। তাই তারা ছোট লঞ্চ গুলো এসব রুটে চলাচল বন্ধের দাবী জানিয়েছে নিহতের স্বজনরা। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলে জানান নৌ থানা নারায়ণগঞ্জের উপ পরিদর্শক ইউনুছ আলী। তিনি জানান উদ্ধার হওয়া লাশ গুলো জেলা প্রশাসনের আর্থিক সহায়তাসহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে