রংপুর: ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুর বিভাগের আট জেলা। সোমবার (৫ এপ্রিল) রাত ৯ টা ১৮ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ রিখটার স্কেল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, ভারতের সিকিম নামক স্থান থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের রংপুর বিভাগ এবং ভারতের কিছু স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আগামীনিউজ/মালেক