Dr. Neem on Daraz
Victory Day

গৌরীপুরে ধানক্ষেত পুড়ে কৃষকের মাথায় হাত


আগামী নিউজ | হলি সিয়াম শ্রাবণ,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৬:০৬ পিএম
গৌরীপুরে ধানক্ষেত পুড়ে কৃষকের মাথায় হাত

ছবি: আগামী নিউজ

ময়মনসিংহ: জেলার গৌরীপুরে উপজেলার সবুজ ধান গাছের শীষে ধানফুল ফুটে অন্যরকম এক রঙের ধানক্ষেত গুলো যখন দোলছিল, তেমনি সময় রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় আচমকা ঝড়ো হাওয়া শুরু হয়ে চলতে থাকে প্রায় রাত ৯টা পর্যন্ত। আর এ সময় বয়ে চলে গরম বাতাস।

সকালে কৃষক ক্ষেতে গিয়ে দেখতে পান ধানগাছগুলোর সবুজ শীষ ক্রমেই সাদা হয়ে যাচ্ছে। বহু ক্ষেতের ধানগাছ পুড়েও গেছে। স্বপ্ন ভাঙ্গা কৃষক ক্ষেতের আলেই বসে মাথায় হাত দিয়ে কান্না শুরু করেন। এমন দৃশ্য গৌরীপুর উপজেলার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায়। 

খোঁজ নিয়ে জানা যায়, মাওহা ইউনয়নের নহাটা, পাজুহাটি, নুনাপাড়া, বাড়া, খলদবাড়ী, বাউশাইল, গ্রামের কৃষক আবু সাঈদ, আব্দুল মান্নান, রফিক, আবুল কালাম, রোকন, লিটন, খোরশেদ এ দৃশ্য দেখে হতাশ হয়ে পড়েন। 

এ সময় কৃষকরা কান্না জড়িত কন্ঠে "আগামী নিউজ" কে বলেন, উক্ত ইউনিয়নের প্রায় ১০ হাজার একর আবাদী জমির ধান নষ্ট হয়ে গেছে। আর ২০ দিন পরেই পাকা ধান কাটতে পারতাম। কিন্তু গত রাতের গরম বাতাসে আমাদের সব শেষ হয়ে গেছে। ক্ষেত জুড়েই এখন চুঁচা ধান। 

রাতের গরম হাওয়ার কারণে ক্ষেতের ধানের শীষ পুড়ে গেছে। সকাল হতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চুঁচা (সাদা) হয়ে যাওয়া ধান ক্ষেতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। পুরো মাঠ জুড়েই এখন সাদা রং।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুর নাহার জানান, বিষয়টি শুনেছি এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সরকারী ভাবে কৃষকদের জন্য কোন সুবিধা আসলে তাদের দেয়া হবে। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে