বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় আজ সোমবার ( ৫ এপ্রিল) লকডাউন শুরুর প্রথমদিনে কমে এসেছে জনচলাচল।
সকালে জনচলাচল অত্যন্ত কম হলেও বেলা বাড়ার সাথে সাথে জনচলাচলও কিছুটা বেড়ে যায়।
সড়কে অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ থাকলেও রয়েছে সিএনজি চালিত অটোরিক্সার দাপট। ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলের প্রাধান্য রয়েছে সড়কে। এছাড়া পন্যবাহী ট্রাক চলছে সকাল থেকেই।
লকডাউনে প্রয়োজন মাফিক বের হলেও অনেকেই মাস্ক পরিধান করছেন না। তবে জনগনকে সচেতন করতে পুলিশের পক্ষে সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে মাইকিং ছিল লক্ষ্যনীয়।
উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় শপিংমল, হোটেল-রেষ্টুরেন্ট,চা দোকান বন্ধ রয়েছে।
তবে ফুটপাতে কিছু ভ্রাম্যমান চা বিক্রেতা দেখা গেছে। ঔষুধ ও মুদি দোকান খোলা থাকলেও বেচাকেনা কম হচ্ছে বলে জানায় দোকানিরা।
এদিকে, সকালে লকডাউনের প্রথম দিনে উপজেলার বিভিন্নস্থানে আলু বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন কৃষকরা। ৫০০ টাকা মন দরে বিভিন্ন জাতের পাকড়ি আলুর বাজার চলমান থাকলেও আজ হঠাৎ ব্যবসায়ীরা ৪৫০ থেকে ৪৮০ টাকা মন দরে আলু কিনতে চাইলে অনেক কৃষক আলু বিক্রি না করে আক্ষেপ ও হতাশা প্রকাশ করে বাড়ি ফিরে নিয়ে যায় বলে জানা গেছে।
এছাড়া কাঁচাবাজারে পেঁয়াজের দামসহ অনান্য সবজি দামও বেশি চাইতে শুরু করেছে বিক্রেতারা।
উল্লেখ্য, করোনা ভাইরাসের উর্ধগতির কারনে ঘোষিত সাতদিন ব্যাপঅ লকডাউনের আজ প্রথমদিন।
আগামীনিউজ/এএস