Dr. Neem on Daraz
Victory Day

জয়পুরহাটে দাদনে নিঃস্ব মানুষ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০১:২২ পিএম
জয়পুরহাটে দাদনে নিঃস্ব মানুষ

ফাইল ফটো

জয়পুরহাটঃ দাদন ব্যবসায়ীদের বেড়াজালে বন্দী হয়ে দিশেহারা হয়ে পড়েছে জয়পুরহাট জেলার সাধারণ মানুষ। ভিটেমাটি সব হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। সুদ পরিশোধে ব্যর্থ হয়ে কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

জয়পুরহাটের বিভিন্ন উপজেলা ও পৌর শহরের প্রত্যন্ত গ্রামের কিছু লোক অবৈধভাবে পুঁজি বানিয়ে ক্লাব, সমিতির নামে দাদন ব্যবসা শুরু করেছে। অনেকে আবার এনজিও  বা সমিতি থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে অসহায় মানুষের কাছে তা বেশী সুদে দাদন দিচ্ছে।

১ হাজার টাকা নিলে প্রতি মাসে দাদন ব্যবসায়ীকে দিতে হয় ৫ শত টাকা কিংবা ১০ হাজার টাকার সুদ প্রতিদিন দিতে হয় ১ হাজার টাকা। দাদন ব্যবসায়ীরা টাকা দেওয়ার সময় জমির দলিল, ব্যাংকের ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। যদি কেউ টাকা ফেরত দিতে না পারে তখন চেক ও স্ট্যাম্প ইচ্ছে মতো টাকা বসিয়ে পাওনাদারদের কাছে দাবী করে কিংবা আদালতে মামলা দায়ের করে। তাদের জালে বন্দি হয়ে জমি, ঘর-বাড়ি সব হারিয়ে পথে বসেছেন অনেকে। জয়পুরহাট জেলার বিভিন্ন গ্রামাঞ্চল সহ শহরে চলছে এসব দাদনের রমরমা ব্যবসা।

এলাকাবাসীরা জানান, সুদের ব্যবসা এই জেলায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রানের জন্য গণ্যমান্য ব্যক্তি সহ থানা পুলিশদেরকে এগিয়ে আসা উচিত। অভিযোগ আছে, গ্রামাঞ্চলে কিছু উঠতি যুবক পেশা হিসেবে দাদন ব্যবসা বেছে নিয়েছে। তারা এনজিও থেকে ঋণ নিয়ে দাদন ব্যবসায় খাটাচ্ছে। মোটরসাইকেল, সোনার গহনা হাতানোর প্রবণতা বেড়েছে দাদন ব্যবসায়ীদের।

দাদন গ্রহীতারা আসল টাকার সুদ দিতে চক্রবৃদ্ধি হারে দ্বিগুন টাকা দিচ্ছে। এরপরও পাওনা রয়েই যাচ্ছে।

এ ব্যাপারে জয়পুরহাট জজ কোর্টের বিজ্ঞ পি.পি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, জেলার আদালত সমূহে এখন চেক ডিজঅনার ও স্ট্যাম্প জালিয়াতির মামলা বেশী হচ্ছে। তবে এসব চেক ও স্ট্যাম্প দাদনের কারণে দিয়েছেন কিনা তা আমার জানা নেই।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে