লকডাউনের প্রভাব পড়েনি চট্টগ্রামে!
আগামী নিউজ প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ১১:৩৮ এএম
ছবিঃ আগামী নিউজ
চট্টগ্রামঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাবিশ্বের মত সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দেশে প্রথম বারের মত এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা দিয়েছেন সরকার।
কিন্তু সারাদেশে ঘোষিত লকডাউনের প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। প্রতিদিনের মত স্বাভাবিক ভাবেই কর্মস্থলে ছুটে চলেছেন কর্মজীবী মানুষ গুলো।
যদিও লকডাউনে গণপরিবহন বন্ধের নির্দেশনা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলেও চট্টগ্রাম মহানগরীতে তার চিত্র সম্পূর্ণ ভিন্ন।
মহানগরীতে প্রতিদিনের মত স্বাভাবিক ভাবে গণপরিবহন চললেও চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া গণপরিবহন গুলো বন্ধ রয়েছে।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সরকার ঘোষিত লকডাউনের ঘোষণা সাধারণ ও দিনমজুর মানুষ গুলোর কাছে জীবনের তাগিদে ছুটে চলা কার্যক্রমে বাধা হয়ে দাড়াতে পারেনি লকডাউনের ঘোষণা।
আজ (৫ এপ্রিল) সোমবার সকাল সাড়ে ৯, টায় নগরীর টাইগারপাস মোড়ে মনির হোসেন (৩২) নামে এক ব্যাক্তিকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও লকডাউনের মধ্যে বাহিরে কেন বের হলেন এমন প্রশ্নের জবাবে তিনি এই প্রতিবেদককে বলেন, করোনা ভাইরাস আসায় গতবার সরকারের লকডাউনের (সাধারণ ছুটি) কারনে বাসা ভাড়া বকেয়া পড়ে আছে মুদি দোকানেও দৈনন্দিন খরচের টাকা বাকি পড়ে গেছে এর মধ্যে মহামারী এই ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ভাইরাসে আক্রান্ত হওয়ার চাইতে বড় ভয় হচ্ছে কাজে না গেলে না খেয়ে মরতে হবে!
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে সংক্রমণ প্রতিরোধে সরকার দেশ্যব্যাপী গত বছরের (২৬ মার্চ) থেকে সাধারণ ছুটি ঘোষণা করলেও এবারই প্রথম সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে।
আগামীনিউজ/এএস