কুষ্টিয়া: জেলার দৌলতপুরে ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার আল্লারদর্গা দফার ফিলিং ষ্টেশনের পাশে এই ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম রবি (৪৫) পেশায় ব্যবসায়ী। নিহত হাগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামের সাদ মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা আগামীনিউজ কে জানান, রবিউল কুষ্টিয়া থেকে পেয়াজ কিনে বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ের কবলে পড়লে আল্লারদর্গা বাজারের পাশে দফাদার ফিলিং ষ্টেশনের নিকট এসে আশ্রয় নেয়। এ সময় প্রচন্ড ঝড়ো বাতাসে পাশের একটি ঘরের চালা থেকে একটি টিন উড়ে এসে রবিউলের ঘাড়ের পেছনে আঘাত হানে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই স্বজনরা তাকে কুষ্টিয়া নিয়ে যায় বলে শুনেছেন।
আগামীনিউজ/মালেক