বগুড়া: জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান হত্যা মামলার মূল আসামী আব্দুর রউফসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার এবং হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (৪ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথায় বগুড়া জেলার সচেতন অভিভাবক ও শিক্ষার্থীর ব্যানার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নিহতের মা মোছা. আফরুজা ইসলাম, তাসলিমা ইসলাম, গোলাপী বেগম, মলি ইসলাম, রুমি খাতুন, ডা: সাফি খান, শাহাদুজ্জামান, আব্দুল্লাহ, হাবিব, জয়, শাফিন, রেজওয়ান, সাজিদ, সিজান প্রমুখ।
মোছা. আফরুজা ইসলাম বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে ছাত্র রাজনীতি করে আসছে । সে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিল। প্রশাসনের কাছে আমার জোর দাবী যারা তাকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করা হক।
মানববন্ধনে বক্তারা বলেন, মুল আসামী সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ সহ যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার করে হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করা হক।
উল্লেখ্য, ১১ মার্চ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তাকবীর। ১৬ মার্চ বিকেল ৩ টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আগামীনিউজ/মালেক