Dr. Neem on Daraz
Victory Day

মধুখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী


আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১, ০৬:৩৮ পিএম
মধুখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী

ছবি: আগামী নিউজ

ফরিদপুর:  “মুজিব বর্ষে শপথ নিবো,জাটকা নয় ইলিশ খাবো” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে সিনিয়র উপজেলা  মৎস্য  দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য সড়ক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ এপ্রিল)  বেলা সাড়ে ১১টার দিকে  উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মোস্তফা মনোয়ারের নেতৃত্বে  র‌্যালী শুরু হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেটসহ গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ  করে  উপজেলা চত্বরে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  মোঃ রেজাউল হক বকু, সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ আলভী রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরিন শারমিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  পারমিশ সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে