Dr. Neem on Daraz
Victory Day

ঢাকা থেকে বগুড়ায় এসেও বাচঁতে পারলেন না


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১, ০২:২২ পিএম
ঢাকা থেকে বগুড়ায় এসেও বাচঁতে পারলেন না

সংগৃহীত

বগুড়া: ঢাকায় হাসপাতালে আইসিইউ না পেয়ে বগুড়ায় এসেও বাঁচতে পারলেন না করোনায় আক্রান্ত এক নারী (৪০)।

রবিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি।

মৃত্যুবরণকারী ওই নারী নাম কুলুসুম বেগম (৪০)। পেশায় গৃহিনী ওওই নারী নওগাঁ জেলার সদর উপজেলার তিলকপুর গ্রামের ইমদাদুল হকের স্ত্রী। তিনি স্বপরিবারে ঢাকায় থাকতেন।

বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, তিনি শনিবার ঢাকায় থাকাকালে করোনায় আক্রান্ত হন। তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু ঢাকায় আইসিইউ সেবা না পাওয়ায় তাকে বগুড়ায় আনা হয়েছিল। কিন্তু হাসপাতালের আইসিইউতে নেয়ার পথেই তার মৃত্যু হয়। 

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে