Dr. Neem on Daraz
Victory Day

কক্সবাজারে করোনাভাইরাস রোধে জেলা পুলিশের তৎপরতা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ০৭:৪১ পিএম
কক্সবাজারে করোনাভাইরাস রোধে জেলা পুলিশের তৎপরতা

ছবিঃ আগামী নিউজ

কক্সবাজারঃ জেলা ট্রাফিক পুলিশ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামুলক মাইকিংসহ তৎপরতা চালিয়েছেন।

শনিবার(০৩ এপ্রিল) জেলা ট্রাফিক পুলিশ করোনা ভাইরাস রোধে এসব তৎপরতা চালান।করোনা সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে সরকার ঘোষিত নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কি না, যেমন ছোট-বড় সকল প্রকার যানবাহনে ধারণক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী বহন করছে কিনা যাচাই, মাস্ক পরিধান করা হচ্ছে কিনা দেখা, সেই সঙ্গে পথচারী ও বিভিন্ন মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানোসহ লিফলেট বিতরণ করছে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশ।

এছাড়াও সংক্রমণ রোধে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা সতর্কতামূলক মাইকিং করছে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে চলাচলের জন্য সকলকে অনুরোধ করছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে