Dr. Neem on Daraz
Victory Day

শ্রীপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ১২:৪২ পিএম
শ্রীপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ গত ৩০ মার্চ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক থেকে উদ্ধার করা অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার নয়াপাড়া গ্রামের জাবিউল ইসলামের ছেলে কবির হাসান (২২)। আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ও যাচাই বাছাই করে ওই মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। র‌্যাব-১ এর সদস্যরা ওই হত্যাকান্ডে জড়িত তিন জনকে আটক করেছে।

আটককৃতরা হল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রুস্তম আলীর ছেলে মাসুদুর রহমান (৩৭), জালালপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল হালিম (৩৬), যশোর জেলার চৌগাছা উপজেলা সদরের আনোয়ার হোসেনের ছেলে লাল্টু মিয়া (৪১)।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুর রহমান তুষার জানান, ১ এপ্রিল ঢাকার পল্লবী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারে র‌্যাবের বিশেষ পরিচয় শনাক্ত ও যাচাইকরণ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আটককৃতদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, ১টি ডেক্সটপ, নগদ টাকাসহ কিছু দলিল দস্তাবেজ উদ্ধার করা হয়। আটক যুবকেরা একটি চক্র এবং তারা মানব পাচার, সুদের ব্যবসাসহ নানা ধরণের অবৈধ কাজের সাথে জড়িত বলে র‌্যাব কর্মকর্তা জানান। তাদেরকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে