Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারিদের ৫ দফা দাবি


আগামী নিউজ | অনিক সিকদার প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৪:২৬ পিএম
বালিয়াকান্দিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারিদের ৫ দফা দাবি

ছবিঃ আগামী নিউজ

রাজবাড়ীঃ বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারি পরিষদ রাজবাড়ীর বালিয়াকান্দি শাখার নেতৃবৃন্দ ৫ দফা দাবি পেশ করেছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে গ্রেড পরিবর্তন (১৬ থেকে ১১তে উন্নতিকরণ), অফিস সহকারি পদ বাতিল করে প্রশাসনিক কর্মকর্তা অথবা অফিস সুপার করা, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও প্রশিক্ষণের ব্যবস্থা, এসএমসি কমিটিতে অন্তর্ভুক্ত করা ও দেশের সকল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা।

বুধবার ( ৩১ মার্চ) বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারি পরিষদের  বালিয়াকান্দি উপজেলা শাখার অভিষেক ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে এই দাবি পেশ করেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারি পরিষদের  বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি কায়ছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

সংগঠনটির বালিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মো: রাসেল খান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়ছার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান, বালিয়াকান্দি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: ওয়াহিদুজ্জামান, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা।

এছাড়াও সংগঠনটির ফরিদপুর দক্ষিণ জেলার সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো: ছালাম ব্যাপারী, রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো: শাহজাহান শেখ, সিনিয়র সহসভাপতি আ: জলিল, সাংগঠনিক সম্পাদক মো: গুলজার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

পরে বালিয়াকান্দি উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে