Dr. Neem on Daraz
Victory Day

পুঠিয়ায় বাসে আগুন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৬:৫৮ এএম
পুঠিয়ায় বাসে আগুন

সংগৃহীত

রাজশাহী: জেলার পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ততক্ষণে বাসের ভেতরের পুরো অংশ আগুনে পুরে ছাই হয়ে গেছে। বাসের ভেতরে কেও না থাকায় এ ঘটনায় কেও হতাহত হয়নি।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা সদরে অবস্থিত রাজবাড়ি সংলগ্ন লস্করপুর ডিগ্রি মহাবিদ্যা নিকেতনের সামনে পুঠিয়া আড়ানি সড়কে বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল ৫টায় খান এন্টার প্রাইজ নামক (রাজ মেট্রো-১১০০৮৮) যাত্রীবাহী বাসটি ওই স্থানে গ্যারেজ করে রাখেন বাসের চালক। পরেরদিন ৩০ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ বাসে আগুন দেখে পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষনে বাসের ভেতরের পুরো অংশ পুরে ছাই হয়ে যায়। তবে সে সময় বাসে ভেতরে কেও না থাকায় কেও হতাহত হয়নি।

পুঠিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে