Dr. Neem on Daraz
Victory Day

কৌতুহল বাড়াচ্ছে আদার পুকুরের মূর্তি-পাথর


আগামী নিউজ | জিললুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২১, ০৯:৩৫ পিএম
কৌতুহল বাড়াচ্ছে আদার পুকুরের মূর্তি-পাথর

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার আদমদীঘি উপজেলার ইন্দোইল চকসাবাজ গ্রামের শতবছরের পুরাতন আদার পুকুরে মিলছে পুরাতন মূর্তি ও পাথরের টুকরা। 

সর্বশেষ গত সোমবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে আদার পুকুরে গোসল করতে নেমে ওই গ্রামের দুলাল শাখিদারের ছেলে সিয়াম মাহফুজ (১৩) একটি মূর্তি পাথর পায়। 

প্রত্যক্ষদর্শিরা জানান, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দইল চকসাবাজ মসজিদের শতবছরের পুরাতন পুকুরে গোসল করতে নামে সিয়াম। এ সময় তার পায়ে ওই পাথর ঠেকলে তা তুলে এনে গ্রামবাসীকে দেখায়। গ্রামের লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তারা সেটি উদ্ধার করে নিয়ে যায়। 

শুধু তাই নয় এর আগে গত ২০১৪ সালের ১৩ ই মার্চ চকসাবাজ গ্রামের বাশিয়াগাড়ি আদার পুকুরেই রবিউল ইসলাম নামের এক ব্যক্তি পুকুরের পাড়ে মাটি কাটার সময় ৬ কেজি ওজনের কষ্টি পাথরের চতুর্ভুজি বিষ্ণু মূর্তি পেয়েছিলেন। সেটির মূল্য ছিল প্রায় ৬ কোটি টাকা। 

গ্রামবাসি মূল্যবান ওই মূর্তিটিও থানা পুলিশের নিকট জমা দিয়ে দেন। মাত্র সাত বছরের ব্যবধানে একই পুকুর থেকে পরপর দুটি ঘটনায় আদার পুকুরকে এখন গ্রামবাসি মূর্তি-পাথরের পুকুর বলছেন। 

চকসাবাজ গ্রামের যুবক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরপর মূল্যবান কষ্টি পাথরের দুটি মূর্তি ও পাথর উদ্ধারের ঘটনা গ্রামবাসির মাঝে কৌতুহল সৃষ্টি করছে। এখন অনেকেই মনে করছে এই পুকুরে আরো মূল্যবান কিছু থাকতে পারে। তবে মূল্যবান কিছু পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি বা পুলিশ- প্রশাসনকে অবহিত করে থাকি। 

সোমবার দুপুরে  পাওয়া দৈর্ঘ্য ৭ইঞ্চি, প্রস্থ ৪ইঞ্চি ও প্রায় ৩৫০ গ্রাম ওজনের পাথরটি উদ্ধার করেন থানার উপ-পরিদর্শক একলাছ।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে