Dr. Neem on Daraz
Victory Day

স্ত্রীর সাথে বিচ্ছেদে যুবকের আত্মহত্যা।


আগামী নিউজ | মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২১, ০৫:৩৮ পিএম
স্ত্রীর সাথে বিচ্ছেদে যুবকের আত্মহত্যা।

ফাইল ফটো

বগুড়াঃ শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল দক্ষিণ বাগিনাপাড়া গ্রামের মৃত আব্বাস আলী ফকিরের ছেলে আব্দুল বারিক নামের এক যুবকের ঝুলন্ত লাশ তার নিজ ঘর হতে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করেন। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকেলে আব্দুল বারিকের স্ত্রীর সঙ্গে দুই পরিবারের আলোচনায় ছাড়াছাড়ি (বিচ্ছেদ) হয়। ছাড়াছাড়ি হওয়ায় তার স্ত্রী বিকেলেই বাবার বাড়ি চলে যান। রাতে আব্দুল বারিক প্রতিদিনকার মতো তার নিজ ঘরে ঘুমাতে যান। সকালে যখন ঘুম থেকে উঠছিলেন না তখন অনেক ডাকাডাকি করেও আব্দুল বারিকের কোনো সাড়া-শব্দ পাচ্ছিল না তার স্বজনরা।  এতে করে স্বজনদের মনে খটকা লাগে এবং তাৎক্ষণিকভাবে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত দেহ দেখতে পান তারা।  এলাকাবাসি ও তার স্বজনদের মতামত স্ত্রী চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করতে পারেন আব্দুল বারিক।
 
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান আগামী নিউজকে বলেন,  ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আব্দুল বারিকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে