Dr. Neem on Daraz
Victory Day

মাগুরার অষ্টগ্রাম মহাশশ্মানে অগ্নিকান্ড


আগামী নিউজ | মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৯, ২০২১, ০৪:৩৩ পিএম
মাগুরার অষ্টগ্রাম মহাশশ্মানে অগ্নিকান্ড

ছবি: আগামী নিউজ

মাগুরা: জেলার মহম্মদপুর পড়ুয়ারকুল অষ্টগ্রাম মহাশশ্মানের তিনটি ঘরে রবিবার (২৮ মার্চ) রাতের আঁধারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শশ্মানটির আরেক নাম শীতা পাগলের আশ্রম। আগুনে সেখানে তিনটি ঘরের মধ্যে একটি ঘরের বারান্দায় থাকা একটি রথ পুড়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সমাধি ও রান্না ঘর। 

সোমবার (২৯ মার্চ)  সকালে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও পুলিশ সুপার জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে অগ্নিকান্ডের কারণ সম্পর্কে এখনো কোন তথ্য মেলেনি। শশ্মানটি চার শ’ বছরের পুরানো। পাশাপাশি কিছুটা নির্জন এলাকায় অবস্থিত। 

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপ্না রানী বিশ্বাস জানান, ভোরে মন্দিরের কর্মরত পরিচ্ছন্নতাকর্মী গুরুদাস কাজে এসে মন্দিরে আগুন দেখতে পান। এসময় তিনি মন্দির কমিটির সাধারণ সম্পাদক লক্ষণ গোলদারকে খরব দেন। তিনি বিষয়টি প্রশাসন ও দমকল বাহিনীকে জানান। মহম্মদপু থেকে দমকল বাহিনী আসার আগেই আগুন নিভে যায়। রাতের আঁধারে কোন অশুভচক্র এখানে আগুন দিয়েছে বলে তিনি দাবি করেন। 

আগুনে শশ্মানের মন্দির সম্বলিত মুল ঘরের বারান্দায় থাকা রথ পুড়ে গেছে। পাশপাশি ওই ঘরের ভেতরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি রান্না ঘর ও একটি সমাধি।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ‘আমি ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির ও আশ্রম কমিটির লোকজন এ বিষয়ে সুনির্দ্দিষ্টভাবে কিছু বলতে পারছেন না। ঘটনার কারণ কারণ অনুসন্ধানে পুলিশ
সদস্যরা তদন্তের কাজ শুরু করেছেন। যথাযথ তদন্ত শেষে এ বিষয়ে জানা যাবে’।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে