রংপুর: রংপুর মহানগরীতে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জনজীবনে তেমন প্রভাব পড়েনি। প্রতিদিনের মতো স্বাভাবিক ছিলো সকল কার্যক্রম ।
রোববার (২৮ মার্চ) সকাল থেকেই দোকানপাট ও অফিস আদালত খুলেছে। আন্তঃজেলা বাসসহ সড়ক-মহাসড়কে স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। বেলা ১টা পর্যন্ত হরতালের সমর্থনে বা হরতালবিরোধী কাউকে দেখা যায়নি।
রাস্তাঘাটে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম হলেও প্রায় স্বাভাবিকই বলা যায়। গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তবে তাদের অলস সময় কাটাতে দেখা গেছে।
শনিবার (২৭ মার্চ) বিকেলে সম্মিলিত কওমি মাদরাসা পরিষদের রংপুর জেলা শাখার ব্যানারে হরতালের সমর্থনে নগরীতে বিক্ষোভ করলেও আজ তাদের আর কোনো কর্মসূচি চোখে পড়ে নি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানান, হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আগামীনিউজ/মালেক