Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে ভাইয়ের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০১:৩৬ পিএম
ঝিনাইদহে ভাইয়ের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

ছবিঃ আগামী নিউজ

ঝিনাইদহঃ জেলার শৈলকুপা উপজেলায় গোয়াল ঘর দেওয়া ও জমিজমা সক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই শিলু মোল্ল্যার ছুরিকাঘাতে রোকন উদ্দিন মোল্যা (২০) নামে এক এইচ.এসসি পরীক্ষা দেওয়া কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র ওই গ্রামের আব্দুর রশিদ মোল্ল্যার ছেলে ও কুষ্টিয়া ইসলামীয়া কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জমিজমা সক্রান্ত বিরোধের জের ধরে শেখপাড়া গ্রামের বাদশা মোল্ল্যার সাথে তার ভাই আব্দুর রশিদের বিরোধ দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে বাড়িতে গোয়াল ঘর নির্মান করছিল আব্দুর রশিদ।

এসময় বাদশা মোল্যা তার ছেলে শিলু, জিল্লু এবং তার ভাই করিম মোল্ল্যার ছেলে কিবরিয়া, তুরকি ও তিতুকে নিয়ে আব্দুর রশিদের বাড়িতে যায়। সেসময় গোয়ালঘর নির্মাণে বাধা দিলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাদশা মোল্ল্যার ছেলে শিলু রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

চিকিৎসক জানায়, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে পথিমধ্যে রোকন উদ্দিনের মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ  (ওসি) জাহাঙ্গীর আলম আগামী নিউজকে জানান, জমিজমা সক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে