Dr. Neem on Daraz
Victory Day
নানা আকৃতির ঘুড়ির সমাবেশে বর্ণিল হয়ে ওঠে আকাশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মাগুরায় ঘুড়ি উৎসব


আগামী নিউজ | মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ০৪:৩৩ পিএম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মাগুরায় ঘুড়ি উৎসব

ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মাগুরার মহম্মদপুরের লক্ষীপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব।

লক্ষীপুর স্পোর্টস ক্লাবের আয়োজনে শুক্রবার বিকালে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।

ঘুড়ি উৎসব দেখতে শুক্রবার দুপুর থেকে লক্ষীপুর মাঠে নারী-পুরুষসহ নানা শ্রেনি পেশার মানুষ উপস্থিত হতে থাকে। বিকাল ৪ টায় ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের শুরু হলে আশ পাশের কয়েক গ্রামের শত শত মানুষ উপভোগ করে। বিভিন্ন ধরণের দৃষ্টি নন্দন ঘুড়ির সমাবেশে লক্ষীপুরের আকাশ বর্ণিল হয়ে ওঠে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ তাদের চিলা, কৌড়ি, ঢোল, নাগিনসহ নানা আকৃতির প্রায় ২শ ঘুড়ি নিয়ে উৎসবে অংশ নেয়।

উৎসবে বালিদিয়ার শরিফুল ইসলামের নাগিন ঘুড়ি প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় হয় চরপাচুড়িয়ার হেলালের চিলপাখি ঘুড়ি, তৃতীয় হয় লক্ষীপুরের পশ্চিম পাড়ার লিয়াকতের ঘুড়ি। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়া নারীদের নিয়ে হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঘুড়ি উৎসবে উপস্থিত ছিলেন ড. অহিদুর রহমান টিপু, এ্যাডভোকেট তরিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রিংকু, আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির সভাপতি মোহাম্মদ ফরিদুজ্জামান, প্রকৌশলী নবিব আলী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ শওকতুজ্জামান সৈকত, বালিদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মিনা ও রেজাউল করিম চুন্নু প্রমূখ।

আয়োজক শেখ শওকতুজ্জামান সৈকত আগামী নিউজকে জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রথমবারের মতো এ ঘুড়ি উৎসবের আয়োজন। বর্তমান তরুন প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে এবং মোবাইল আসক্তি থেকে বের করে আনতে গ্রাম-বাংলার  ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আয়োজন। আগামীতে আরো বড় পরিসরে এ উৎসব করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে