Dr. Neem on Daraz
Victory Day

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ১২:৪৪ পিএম
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জঃ জেলার মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য শফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছে। নিহত শফিকুল ইসলাম গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে ঢাকা কর্মস্থলে যাওয়ার পথে শনিবার সকাল সড়া ৭টার সময় মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে দাশেরহাট নামক স্থানে চায়না রেল প্রজেক্টের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ২৯৫২৬২ )’র সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত পুলিশ সদস্য  শফিকুল ইসলাম গোপালগঞ্জের ঘোনাপাড়ার মৃত হায়দার আলীর ছেলে।

স্থানীয়রা জানায় সকালে গোপালগঞ্জ থেকে আসা একটি মটরসাইকেল একটি মাইক্রোবসের সাথে ধাক্কা লাগলে মটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে মাইক্রোবাসের চালক তাকে মুকসুদপুর হাসপাতালে রেখে পালিয়ে যায়।

মুকসুদপুর হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান ঘটনাস্থলেই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য শফিকুলের মৃত্যু হয়েছে। ঘাতক মাইক্রোবাস ও চালককে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে