Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে অগ্নিকান্ডে ১৩ ঘর পুড়ে ছাই


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন,ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ০৬:২৩ পিএম
ঝিনাইদহে অগ্নিকান্ডে ১৩ ঘর পুড়ে ছাই

ছবি: আগামী নিউজ

ঝিনাইদহ: জেলার শৈলকুপায় অগ্নিকান্ডে ৭টি পরিবারের বসত ঘরসহ ১৩ টি ঘর পুড়ে ছাই হয়েছে। পুড়েছে ঘরে রাখা কৃষিপণ্য ও কয়েক লক্ষ নগদ অর্থ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের আবাইপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা যায়।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাকিবুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে তারা সংবাদ পান আবাইপুর গ্রামের অগ্নিকান্ডের। 

ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। ঘটনাস্থলে পৌছার আগেই রান্নু বিশ্বাস, রেজাউল বিশ্বাস, মিঠু বিশ্বাস, শ্রীমতি খাতুন, গরিবুল্লাহ, সাকা শেখ ও জোৎসা খাতুনের বসতঘরসহ ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। 

আগুনে ক্ষতিগ্রস্থদের ঘরের কৃষিপণ্য, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। এছাড়া ১৫ লক্ষ টাকার ক্ষতির কথা ফায়ার সার্ভিস জানালেও ক্ষতিগ্রস্থরা বলেন, এ অগ্নিকান্ডে তাদের ২৫/৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তারা মাথা গোজার ঠাই পর্যন্ত হারিয়েছেন বলে জানান।

আগামীনিউজ/মালেক

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে