Dr. Neem on Daraz
Victory Day

খাবার দিতে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই


আগামী নিউজ | মনির হোসন, বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ০৪:৩২ পিএম
খাবার দিতে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই

ছবি: আগামী নিউজ

যশোর: প্রায় ৮৮ বছরের এক বৃদ্ধ। ঘর বাড়ি কোথায় কেউ জানে না। কোন কথাও বলতেন না। শুয়ে থাকতেন বেনাপোল রেল স্টেশনের বটতলায়। এখানেই অতিবাহিত করছেন ৭ বছর। কারো কাছে কিছুই চাইতেন না। কেউ কিছু দিলে নিতেন। তার কস্ট দেখে রেল স্টেশনের পাশে  নাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের বেশ কিছু মানুষ তাকে প্রতিদিন খাবার দিয়ে আসতেন। এ খাবার খেয়ে তিনি শুয়ে থাকতেন।

প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এলাকার এক ব্যক্তি তাকে খাবার দিতে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই। পড়ে আছে মরদেহ। এলাকার লোকজন খবর দেন পোর্ট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরে স্থানীয়দের সাথে তার সম্পর্কে খোঁজখবর নেন। কিন্তু কোন ঠিকানা বের করতে পারেনি পুলিশ। 

তার মরদেহের ছবি তুলে স্থানীয় সকলের সহযোগিতা নিয়ে ভবারবেড় কবরস্থানে দাফন করার ব্যবস্থা করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান।

বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, রেলস্টেশন এলাকা থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে আছে। তার পরিবারের সন্ধান না পেয়ে ওসির নির্দেশে ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। 

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে