Dr. Neem on Daraz
Victory Day
চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী রেঞ্জের ডিআইজি

মুক্তিযুদ্ধের চেতনার উদ্ধুদ্ধ হয়ে কাজ করছে পুলিশ


আগামী নিউজ | জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০৯:০৬ পিএম
মুক্তিযুদ্ধের চেতনার উদ্ধুদ্ধ হয়ে কাজ করছে পুলিশ

ছবি: আগামী নিউজ

চাঁপাইনবাবগঞ্জ: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে পুলিশ। জাতির পিতার সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে। বললেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। 

নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে বুধবার (২৪ মার্চ)সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে এবং এর কর্ম-পরিধি গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেয়া হয়েছে। এ সময় ডিআইজি মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, আগামী মাস থেকে জেলা জুড়ে মাদক অভিযান পরিচালিত হবে। কোন পুলিশ যদি মাদক সেবন ও তার সাথে সম্পর্ক থাকে তাহলে ওই পুলিশ সদস্যের চাকরি করার দরকার নাই।

জেলা পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিবের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান প্রমুখ।

সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে