Dr. Neem on Daraz
Victory Day

নাটোরে ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ(ভিডিও)


আগামী নিউজ | নাটোর জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০৪:৫১ পিএম
নাটোরঃ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীতে অনিয়ম ঠেকাতে নাটোরে ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 
সকালে শহরের দিঘাপতিয়া এলাকায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এই কার্যক্রমের উদ্বোধন করেন।
 
উদ্বোধনকালে সদর উপেজলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান ওমর শরীফ চৌহান সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দরিদ্র এবং অতিদরিদ্র ব্যক্তিদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীতে বিভিন্ন সময় অনিয়ম দেখা দেয়। একজনের চাল অন্যজন তুলে নেয়। এতে করে সঠিক উপকারভোগী ক্ষতিগ্রস্থ হয়। তবে ডিজিটাল পদ্ধতি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে উপকারভোগি চিহ্নিতের পাশাপাশি সকল অনিয়ম রোধ করা সম্ভব হবে। এতে করে সরকারের ডিজিটাল বাস্তবায়ন কর্মসূচীও সফল হবে।

নাটোর জেলায় মোট ৭৬ হাজার ৭০০জন খাদ্য বান্ধব কর্মসূচীর উপকারী ভোগী রয়েছেন। ১০টাকা কেজি দরে একজন ব্যক্তি ৩০কেজি চাল ক্রয় করতে পারবেন। 
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে