Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় সাত জুয়াড়ি গ্রেপ্তার


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২১, ০৬:১৩ পিএম
বগুড়ায় সাত জুয়াড়ি গ্রেপ্তার

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার সোনাতলা উপজেলায় খোলা মাঠে জুয়া খেলার অভিযোগে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

সোমবার (২২ মার্চ) রাত ১১টার দিকে সোনাতলা উপজেলার আড়িয়াঘাট মধুপুর বাজারস্থ খোলা মাঠে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানীর সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাতলার শালিখা পশ্চিমপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০),গারাপাড়া গ্রামের মোসলেম আকন্দের ছেলে ফারুক আকন্দ (৪০), একই গ্রামের জনাব আলীর ছেলে আবু সাঈদ (৪২), মধুপুর গ্রামের মৃত ইমারত আলীর ছেলে হাসানুজ্জামান হাসু (৪১), একই গ্রামের ইমারত আলীর ছেলে জুলফিকার রহমান (৪২), আবুল কালাম আজাদের ছেলে আসলাম পারভেজ (৪৫) এবং মৃত শিশির কুমার পালের ছেলে পিন্টু কুমার পাল (৩৯)।

র‌্যাব-১২ বগুড়ার ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, অভিযানকালে তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ২৬ হাজার ৯শ টাকা,৬টি মোবাইল এবং ১০টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে