ছবি: আগামী নিউজ
সিরাজগঞ্জ: জেলার সলংগা থানা এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারে যাত্রীবাহী বাস তল্লাশী করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর থানার ধনশাহ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মতিয়ার রহমান মন্ডল (৪২) এবং রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রােমর এবাদত হোসেনের ছেলে রাশিব হাসান (১৬)।
র্যাব-১২ সিরাজগঞ্জের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৪(খ) ধারায় উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আগামীনিউজ/মালেক