নওগাঁ: জেলার ধামইরহাটে কোভিট-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে মাস্ক বিতরনের মধ্য দিয়ে সচেতনতা মুলক কর্মসুচি পালিত হয়েছে।
রবিবার (২১ মার্চ) দিনব্যাপী ধামইরহাট উপজেলা পরিষদের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ কর্মসুচি পালন করা হয়। ধামইরহাট থানা পুলিশের সহযোগিতায় করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে জনগনকে মাস্ক পড়তে উদ্বুদ্ধকরণের জন্য ব্যাপক প্রচার ও সর্বসাধারণের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন ও পুলিশের অন্যান্য সদস্য,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, মহিলা কাউন্সিলর মিনু আরা, জেসমিন সুলতানা, যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু,মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজু আরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনসহ আওয়ামীলীগ,যুবলীগ,মহিলালীগ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
আগামীনিউজ/মালেক