Dr. Neem on Daraz
Victory Day

অটিষ্টিক শিশুরা যেন সুস্থ্ হয়ে উঠতে পারে -সুজন


আগামী নিউজ | হুমায়ুন কবির,  কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ০৭:২৪ পিএম
অটিষ্টিক শিশুরা যেন সুস্থ্ হয়ে উঠতে পারে -সুজন

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, অটিজম যেহেতু অনিরাময় যোগ্য রোগ, তাই এ বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এটি প্রতিরোধ করতে হবে। অটিষ্টিক শিশুরা যেন সুস্থ্ হয়ে উঠতে পারে সেই ব্যবস্থা করার করতে হবে।

রবিবার (২১ মার্চ) দুপুরে শহরের আমলাপাড়ায় অবস্থিত কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বয় পরিষদের অধীনে গড়ে ওঠা অটিজম শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান 'এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ার' পরিদর্শনকালে তিনি একথা বলেন। 

তিনি বলেন, অটিজম এখন বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে আছে, তবে এসব বিষয় নিয়ে অনেক কাজও করছে সরকার। তবে শিশুরা অটিজমে আক্রান্ত হলে বুঝতে পারলে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ অটিজম স্কুলে দিলে ভাল ফল পাওয়া যায়। বাংলাদেশে এ বিষয়ে অনেক কাজ হচ্ছে, মানুষও সচেতন হচ্ছে কিন্তু ধীরে ধীরে।

এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। এবং শিশুদের জন্য চকোলেট মিষ্টি উপহার তুলে দেন।

এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আফসানা বেগম জানান, আটিজম শিশুদের জন্য পরিচালিত এ স্কুলটিতে প্রতিটি বাচ্চার সব সময় বিশেষ যত্ন নেওয়া হয়। আমরা চাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ সব শিশুদের পাশে এগিয়ে আসুক। ভালবাসার হাত বাড়িয়ে দিক”। 

তিনি বলেন, আমাদের এই প্রতিষ্ঠানে শহরের বিভিন্ন এলাকার ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও মোট ১০ জন শিক্ষক কর্মচারী আছে। 

তিনি আরও বলেন, "একজন অটিজমে আক্রান্ত শিশুর মা এবং একজন স্পেশাল এডুকেটর হিসেবে আমি বলবো অনেক পরিবর্তন এসেছে। এতোকিছুর পরেও আমি মনে করি অটিজম শিশুদের জন্য আরও শিক্ষাবিস্তার এবং তাদের পরিচর্যার জন্য বেশি বেশি কাজ করতে হবে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে