Dr. Neem on Daraz
Victory Day

কুমারখালীতে পুলিশের সচেতনতামূলক প্রচারণা সভা


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ০৩:০৭ পিএম
কুমারখালীতে পুলিশের সচেতনতামূলক প্রচারণা সভা

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: 'মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলার কুমারখালী থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা সভা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার  (২১ মার্চ) বেলা ১১ টার দিকে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায়  করোনা প্রতিরোধে  কুমারখালী রেলগেট সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে কর্মসূচির উদ্ধোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর ইসলাম।

এ সময় সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর ইসলাম বলেন, হাট বাজারের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার গুলোতে জনসমাগম অনেক বাড়লেও স্বাস্থ্য সচেতনতার বালাই না থাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে এই সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে ।

কুমারখালী থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমানের সভাপতিত্বে জনসচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, এসআই হাসান, এসআই মোঃ শিমরুল ইসলাম শিমুল, এসআই তরিকুল প্রমুখ।

র‍্যালিতে পৌরসভা কাউন্সিলরবৃন্দ ও গ্রাম পুলিশ সহ কুমারখালীসহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পেশার মানুষ থানা পুলিশের সাথে কর্মসুচীতে অংশগ্রহণ করে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে