Dr. Neem on Daraz
Victory Day

কুমিল্লা বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন পাহাড়ে আগুন


আগামী নিউজ | কৌশিক আহমেদ, কুবি প্রতিনিধি  প্রকাশিত: মার্চ ১৮, ২০২১, ০৮:৪১ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন পাহাড়ে আগুন

ছবি: আগামী নিউজ

কুমিল্লা: বিশ্ববিদ্যালয়ের (কুবি) অভ্যন্তরীণ একটি  পাহাড়ের চূড়ায় হঠাৎ করে আগুন জ্বলে উঠার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল ৪ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের মাঝামাঝি পাহাড়ে এ ঘটনা ঘটে। 

তবে এই আগুন কে বা কারা লাগিয়েছে এবং প্রশাসনও কোনো জবাব দিতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কনস্ট্রাকশন কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক জানান, পাহাড়ের উপরের দিক থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে কে বা কারা লাগিয়েছে সে বিষয়ে তারাও নিশ্চিত করতে পারেননি।

জানা যায়, এসব পাহাড়ে প্রশাসনের সুষ্ঠু তদারকির অভাবে বহিরাগত মাদকসেবনকারী এবং বিভিন্ন মানুষ খেয়ালখুশি যাতায়াত করে। তবে তাদের কারও কাজ কিনা এটি দেখার বিষয়। এবং তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন।

এ বিষয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন, কে আগুন লাগিয়েছে সেটি বলতে পারব না। তবে আমি অতি দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেছি।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে