Dr. Neem on Daraz
Victory Day

রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৮, ২০২১, ০৬:৫৭ পিএম
রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা

ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে "নেতৃত্বে নারী- কোভিড-১৯ বিশ্ব সাফল্যে চাই নারী-পুরুষের সমতা"-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আলোচনা সভা  অনুষ্ঠিত  হয়েছে।
 
বৃহস্পতিবার  ১৮ মার্চ সকালে রাজবাড়ী রেডক্রিসেন্ট প্লাজার হলরুমে এসোসিয়েশন ফর ল্যান্ড  রিফর্ম এন্ড ডেভেলপমেন্টের সহযোগীতায় আলোচনা সভার আয়োজন করে স্থানীয় ‘বিজয়ী নারী ও শিশু উন্নয়ন সংস্থা’। 
 
রাজবাড়ী জেলার সর্ববৃহৎ এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, জেলা পরিষদ ও রাজবাড়ী রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে  আলোচনা সভায় এনজিও এসবিএম ইউ এস’র নির্বাহী পরিচালক ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ‘বিজয়ী নারী ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক সাহিদা চৌধুরী তন্বী, নারী সাংবাদিক দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি সুপ্তা চৌধুরী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম, শেফালী খাতুন, শাকিল সর্দার প্রমুখ বক্তব্য রাখেন।
 
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন,  আমার অনেক ভালো লাগে যখন দেখি নারীরা এভাবে এগিয়ে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হিসাবে শুধু দেশ নয় সারা পৃথিবীতে সমাদৃত হয়েছেন। তাহলে নারীরা কম কিসে! এখান থেকেই শিক্ষা নিয়ে নারীদের এগিয়ে যেতে হবে। তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় নিজের জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন।
 
বিশিষ্ট নারী নেত্রী শামীমা আক্তার মুনমুন বলেন,  নারীরা পুরুষের সম অধিকার কেন দাবী করবে!  নারীরা তো এমনিতেই পুরুষদের থেকে এগিয়ে। পুরুষরা কিন্তু মা হতে পারে না, নারী পারে। তাহলে তারা কি করে সম অধিকার চায়! এছাড়াও তিনি নারীদের ঘরে বসে না থেকে নিজেকে অসহায় মনে না করে সাহসের সাথে এগিয়ে আসার  আহ্বান জানান।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে