Dr. Neem on Daraz
Victory Day

রাজশাহীতে খাল দখলমুক্ত করলো উপজেলা প্রশাসন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৮, ২০২১, ০৫:৪৩ পিএম
রাজশাহীতে খাল দখলমুক্ত করলো উপজেলা প্রশাসন

সংগৃহীত

রাজশাহী:  জেলার পুঠিয়া উপজেলায় সরকারি খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলপুকুর ইউনিয়নের মাহেন্দ্রা কোনাপাড়া এলাকায় সেই সরকারি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। 

দীর্ঘ ২০ বছর থেকে সরকারি খাল দখল পুকুর খনন করে ও পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করে আসছিলো এলাকার প্রভাবশালী মহল। 

এলাকাবাসীর জানান, দীর্ঘ ২০ বছর থেকে ওই এলাকার প্রভাবশালী মহল পানি প্রবাহ বন্ধ করে পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলো। গত ৫ বছর থেকে পুকুর খননের হিড়িক পড়ে যাওয়ায় এতে সরকারি খাল দখল করে পানি প্রবাহ বন্ধ করে ওই এলাকায় ৪৫ থেকে ৫০ টি দীঘি ও পুকুর খনন করা হয়।

এলাকার প্রভাবশালী মাসুদ আলী, মজিবর রহমান, ওমরসহ আরো কয়েকজন অবৈধভাবে পুকুর খনন করে পানি চলাচলের পথ চিরতরে বন্ধ করে দিয়েছে।

এতে গ্রামের কয়েকশ পরিবার কয়েক বছর থেকে বর্ষা মৌসুমে পানি বন্দি হয়ে পড়ে। বছরের কয়েক মাস তারা পানি বন্দি থাকছে। ফসলের মাঠে কোন ফসল ফলাতে পারছে না। গ্রামের শিশু বৃদ্ধরাসহ সাধারণ মানুষজন মাজা ও হাঁটুপানি উপেক্ষা করে চলাচল করছে।

গ্রামের বাড়িগুলোতে পানি ওঠায় ঘরবাড়ি রান্নাঘরে ও টয়লেটগুলোতে পানি উঠে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের কোলে করে বা ঘাড়ে করে অভিভাবকরা স্কুলে নিয়ে যান।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস ও সহকারি কমিশনার (ভূমি) রোমানা আফরোজ এ অভিযান পরিচালনা করেন। শ্রমিকসহ এলাকাবাসী কোদাল দিয়ে পুকুরের পাড় কেটে দেয়। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে