সংগৃহীত
ফরিদপুর: জেলার বোয়ালমারীতে দুর্বৃত্তদের হাতে আকমল সেখ (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে। বুধবার (১৭ মার্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, পোয়াইল গ্রামের জামাল মাতুব্বর গ্রুপ ও হাসমত মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুই পক্ষই বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে রাতে খিচুরি ভোজের আয়োজন করে। আকমল সেখ অনুষ্ঠানের খিচুরি খেয়ে বাড়ির দিকে যাওয়ার পথে অন্ধকারে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে গলায় মারাত্মকভাবে কুপিয়ে আকমলকে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনার পর জামাল মাতুব্বর এর বাড়িসহ ১০টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে হাসমত মাতুব্বরের লোকজন। ভয়ে জামাল মাতুব্বরসহ তার সমর্থকদের কয়েকটি পরিবারের পুরুষ লোকজন এলাকা ছাড়া হয়ে রয়েছে। এ দিকে আকমল হত্যাকান্ড নিয়ে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে।
বোয়ালমারী থানার ওসি নুরুল আলম আগামীনিউজকে জানান, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ আপাতত শান্ত আছে। তিনি বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। থানায় এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করেনি।
আগামীনিউজ/মালেক