Dr. Neem on Daraz
Victory Day

গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ০৬:০৭ পিএম
গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফাইল ফটো

গাইবান্ধাঃ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মৃতুতে এলাকাবাসীর মাঝে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষের প্রশ্ন এটি পরিকল্পিত হত্যা নাকি আত্বহত্যা? ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামে।

জানাগেছে, ওই গ্রামের আলা উদ্দিনের ছেলে সাজু মিয়ার সাথে পাশ্ববর্তী তালুক কানুপুর ইউনিয়নের কোমল নারায়নপুর  গ্রামের সাইদুল ইসলামের কন্যা শাপলা বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অযুহাতে সাজু মিয়া স্ত্রী শাপলাকে মারধোর করতো। সাংসারিক জীবনে তাদের ঘরে গত দুই সপ্তাহ আগে এক সন্তান জন্মগ্রহণ করে।

বুধবার সকালে আকষ্মিকভাবে গৃহবধু শাপলা বেগমের মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে এলাকাবাসির মাঝে নানা ধরনের গুঞ্জন দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ওই গৃহবধূর মৃত্যুর পর তাদের ঘরে একটি বিষধর সাপ দেখা গেছে। সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে। অনেকেই বলছেন স্বামীর অত্যাচার থেকে বাঁচতে ওই গৃহবধূ আত্বহত্যা করে থাকতে পারে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘরে সাপ দেখা গেছে তবে সাপের কামড়ের কোন চিহ্ন পাওয়া যায়নি দেহে। এছাড়াও শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রির্পোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে