Dr. Neem on Daraz
Victory Day
স্থানীয়দের মাঝে আতঙ্ক

কালিয়াকৈরে কবর থেকে ১৬টি কঙ্কাল চুরি


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ০৪:০৪ পিএম
কালিয়াকৈরে কবর থেকে ১৬টি কঙ্কাল চুরি

ছবি: আগামী নিউজ

গাজীপুর: জেলার কালিয়াকৈরে পরপর দুই রাতে পৃথক কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (১৫ মার্চ) ও মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা উপজেলার আশাপুর এবং মহরাবহ এলাকার কবরস্থান থেকে কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে। এ ঘটনায় ওই এলাকার স্থানীয় লোকদের মধ্যে কঙ্কাল চুরির আতঙ্ক ছড়িয়ে পড়ছে। 

আশাপুর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ জানান, সোমবার (১৫ মার্চ) দিবাগত রাতে দুর্বৃত্তরা কবরস্থান থেকে কবর খুঁড়ে ৭টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রামবাসী কবরস্থানের সামনে জড়ো হতে থাকে। এলাকাবাসী বিষয়টি কালিয়াকৈর থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। 

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহরাবহ এলাকার কবরস্থান থেকে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কঙ্কাল চুরি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বেড়ে গেছে।

এদিকে, আশাপুর গ্রামের কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ছড়িয়ে পড়লে বুধবার (১৭ মার্চ) মহরাবহ গ্রামের লোকজন কবরস্থান পরিদর্শনে গিয়ে দেখেন তাদের কবরস্থান থেকেও কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করা হয়েছে। পরপর দুই রাতে কালিয়াকৈরের দুই গ্রাম থেকে মোট ১৬টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। 

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস মিয়া জানান, বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। তদন্ত করে দেখা হচ্ছে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে