Dr. Neem on Daraz
Victory Day

চুনারুঘাটে টমেটোর কেজি ৩ টাকা


আগামী নিউজ | শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ১১:৩২ এএম
চুনারুঘাটে টমেটোর কেজি ৩ টাকা

ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জঃ জেলার চুনারুঘা টমেটোর বাজারে ধস নেমেছে। প্রতি ক্যারেট (২৫) কেজি টমেটোর দাম ৭০ টাকা। সেই হিসাবে প্রতি কেজি টমেটোর মূল্য দাড়ায় প্রায় ৩ টাকা।

বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন বহু কষ্টের উৎপাদিত টমেটো। জমিতেই নষ্ট হচ্ছে শত শত টেমেটো। কৃষকরা জমি থেকে উত্তোলন মজুরিও উঠছে না এখন টমেটো বিক্রি করে। এ নিয়ে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এখানে বাণিজ্যিক ভিত্তিতে এখানে টমেটোসহ নানা জাতের সবজি উৎপাদন হয়। কিন্তু এগুলো সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার কোনো ব্যবস্থা না থাকায় প্রতি বছরই কৃষকরা তাদের উৎপাদিত টমেটোর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

চুনারুঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে পাওয়া, এ বছর উপজেলায় প্রায় ৩৪৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। অন্য বছরের তুলনায় এবার ভালো ফলন হয়েছে। মৌসুমের প্রথম দিকে কৃষকরা ভালো দাম পেলেও শেষ দিকে বাজারে প্রচুর টমেটোর আমদানি হওয়ায় ও চাহিদা কম থাকায় টমেটোর বাজারে ধস নেমেছে।

সাঁটিয়াজুরীর জালাল মিয়া আগামী নিউজকে বলেন, টমেটোর ফলন ভালো হয়েছে। প্রথম দিকে দাম ভালো পেয়েছি। এখন ক্ষেতে পাঁকা টমেটো ভরপুর কিন্তু বাজারদর নিয়ে তিনি হতাশ।

ওসমান আলী আগামী নিউজকে বলেন, গত বছর টমেটো চাষ করে লোকসানে পড়তে হয়েছিল রোগ-বালাইয়ের কারণে। আর এবারে দাম না পেয়ে লোকসানে পড়তে হয়েছে। এভাবে চলতে থাকলে কৃষকরা টমেটোর আবাদ থেকে মুখ ফিরিয়ে নেবেন। কৃষকদের লোকসানের হাত থেকে রক্ষা করতে এ অঞ্চলে দ্রুত সরকারিভাবে হিমাগার নির্মাণ ও প্রক্রিয়াজাতকরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী আগামী নিউজকে জানান, এ বছর টমেটোর ব্যাপক ফলন হয়েছে এবং কৃষি বিভাগ কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে আসছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে