Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে আখচাষি ও চিনিকল রক্ষায় অবস্থান কর্মসূচী


আগামী নিউজ | শামসুল আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২১, ০৭:০৯ পিএম
ঠাকুরগাঁওয়ে আখচাষি ও চিনিকল রক্ষায় অবস্থান কর্মসূচী

ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও: রাষ্ট্রায়ত্ব সুগারমিলগুলো বন্ধ ঘোষণা না করা, আধুনিকায়ন ও বিভিন্ন দাবিতে বাংলাদেশ আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলায় অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) ঠাকুরগাঁও সুগার গেট সামনে আখ উৎপাদনকারী চাষিদের সকল সুযোগ সুবিধা প্রদান এবং সুগারমিলে কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের যাবতীয় বকেয়া বেতন সহ সকল পাওনা পরিশোধ করার দাবিতে এ কর্মসূচী পালিত হয়।

সংগ্রাম পরিষদ সংগঠনটির সভাপতি মোঃ ফয়জুল হকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। 

বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি  আবু জাহেদ জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাড. ইমরান হোসেন চৌধুরি ও তৈমুর হোসেন, আনোয়ার হোসেন । 

প্রধান অতিথি ইয়াসিন আলী বলেন, পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত এ চিনিকলের জন্যই ঠাকুরগাঁও সবার কাছে পরিচিত। বাংলাদেশের মত কৃষিপ্রধান দেশের প্রধান সম্পদই হচ্ছে ধান,গম,আখ ও পাট। বর্তমানে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টিই বন্ধ করা হয়েছে এবং নানা অজুহাতে লোকসান দেখিয়ে ঠাকুরগাঁও চিনিকলটিও বন্ধের পায়তারা চলছে।

একদিকে যেমন আখচাষিদের পাওনা টাকা সময়মত পরিশোধে করা হচ্ছেনা অপরদিকে বন্ধ রাখা হয়েছে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা। এ দুরবস্থা থেকে সরকারের কাছে দেশের চিনিকল গুলোকে রক্ষার দাবি জানান তিনি সাবেক এই সংসদ সদস্য।

এ সময় বক্তারা বলেন, এই চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে অনেক পরিবার কর্মহীন হয়ে বেকার ও নিঃস্ব হয়ে পড়বে। যার দায় ভার কে নেবে?  তাই অনতিবিলম্বে বন্ধ সুগারমিল গুলো খুলে দিয়ে এবং সকলের পাওনা মিটিয়ে  দিয়ে রাষ্ট্রায়ত্ব চিনিকলগুলো বন্ধের পরিবর্তে আধুনিকায়ন  ও যুগোপযোগী করতে হবে।

আগামীনিউজ/মালেক

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে