খোকসায় করোনাক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু
আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২১, ০২:৩৮ পিএম
ফাইল ফটো
কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রমোনাথপুর গ্রামের মৃত্যু আমানত বিশ্বাসের ছেলে কৃষক সাইদুর রহমান বিশ্বাস(৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্থানীয় এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরাত দিয়ে জানা গেছে, করোনায় আক্রান্ত কৃষক সাইদুর রহমান বিশ্বাস দীর্ঘদিন যাবৎ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সপ্তাহে ভর্তি হন। গত রবিবারে করোনা পরীক্ষার জন্য তার (সোয়াব) নমূনা পাঠানো হয় কুষ্টিয়া পিসিআর ল্যাবে।
কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে সোমবার রাতে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার প্রেমাংশু কুমার বিশ্বাস জানান, মৃত সাইদুর রহমান ফুসফুসে ক্যান্সার জনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার ভোর রাতে হাসপাতাল বেডে তার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তার গ্রামের বাড়ি রমোনাথপুর পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য, খোকসা উপজেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। মৃত্যু বরণ করেছে ৫ জন। হাসপাতালে আইসোলেশন চিকিৎসা নিচ্ছেন ৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানান হচ্ছে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য।
আগামীনিউজ/এএস